অনলাইন ডেস্ক :
খোলনলচে পাল্টে ‘নতুন’ দল গড়ে সাফল্য পাচ্ছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। তাই গতবারের অনেককে এবার আর দলভুক্ত করেনি। তাদেরই একজন উইঙ্গার রুবেল মিয়া। এবার তার ঠাঁই হয়েছে চট্টগ্রাম আবাহনীতে। আর প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে বন্দরনগরীর দলটি রুবেলের লক্ষ্যেভেদেই। শনিবার (৫ ফেব্রুয়ারি) পিছিয়ে থেকেও রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। অথচ মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ঘানার ফরোয়ার্ড ফিলিপ আযহা রহমতগঞ্জকে স্বপ্ন দেখাচ্ছিলেন। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে অভিষেকেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি। অফসাইড ট্র্যাপ ভেঙে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ফিলিপ। রহমতগঞ্জ ১-০ গোলের লিড ধরে রেখেছিল অনেক সময়। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম আবাহনী ২ গোল আদায় করে নেয়। ৫৩ মিনিটে ইবিমোবোই থ্যাঙ্কগড প্লেসিং করে দলকে সমতায় ফেরান। আর ৭২ মিনিটে সতীর্থের ক্রসে বদলি নেমে রুবেল মিয়া দারুণ হেডে মারুফুল হকের দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা