অনলাইন ডেস্ক :
প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবগুলো জয়ই নুন্যতম ব্যবধানে। কাল মুন্সিগঞ্জে আবাহনী দ্বিতীয় রাউন্ডও শুরু করেছে ১-১ গোলের ড্রয়ে। তবে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বড় জয় তুলে নিয়েছে শেখ জামাল। এদিন ৩-০ গোলে হারিয়েছে তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। লিগে এখনো পর্যন্তু এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। তাতে বড় কৃতিত্ব শেখ জামালের নাইজেরিয়ান ফরোর্ড ম্যাথু চিনেডুর। জোড়া গোল করেছেন যে তিনি। তবে ম্যাচের প্রথম গোলটা অধিনায়ক সলোমন কিংয়ের। ২০ মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান চিনেডু। দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোলটি করেন তিনি ৫৫ মিনিটের। জামালের জয়টাও তাতে পোক্ত হয়ে যায়। উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরম্ন করেছিল তারা। সে ম্যাচেও প্রথমার্ধে ২-০ তে এগিয়ে গিয়েছিল দলটি। অন্য মাঠে কাল আবাহনী ড্র করায় লিগে এখন টানা দুই জয় শুধু শেখ জামালেরই।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা