May 1, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 8:29 pm

রংপুরে সপ্রাবির চলতি দ্বায়িত্বের প্রধান শিক্ষক পদে পদোন্নিত সম্পর্কিত সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুর জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সপ্রাবি) চলতি দ্বায়িত্বে থাকা শিক্ষকগণকে নিয়ে শিক্ষক মোঃ নুরুজ্জামান মন্ডলের আহ্বানে পদোন্নিত সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। মিঠাপুকুরের মুরাদপুর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রংপুর জেলা শিক্ষা অফিস চত্ত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, মোঃ আশরাফুল আলম, নিলুফার ইয়াছমিন, পরেশ চন্দ্র বিশ্বাস, আসাদুজ্জামান, শাহানাজ পারভীন, মুহাঃ শহীদুল ইসলাম সাধন, হযরত আলী মন্ডল, মোঃ মেবাশ্বের রহমান, মোঃ ফারুক সরকার প্রমূখ। সভায় শিক্ষকগণ দীর্ঘ সাড়ে ৩ বছর যাবৎ চলতি দ্বায়িত্বে থাকায় এবং পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হয়। এছাড়া বাংলাদেশে প্রায় ১৮ হাজার শিক্ষক চলতি দ্বায়িত্বে আছে এবং যার সুষ্ঠ সমাধান না হওয়ায় বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের সকল সপ্রাবিতে চলতি দ্বায়িত্বের প্রধান শিক্ষকগণকে একত্রিত হয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যমত হওয়ার আহবান করা হয়।