অনলাইন ডেস্ক :
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্কি বিশ্বকাপ। যেখানে নারী স্কিয়ার হিসেবে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলেন ইলিন জিইউ। শীতপ্রধান দেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম একটি স্কিইং। বিশ্বের বিভিন্ন শীতপ্রধান দেশগুলোতে মূলত এই খেলা নিয়ে আয়োজন থাকে বেশ। বরফের ওপর নিজের ভারসাম্য ধরে রাখার এই খেলা প্রতিযোগিতামূলক এবং একই সাথে বিনোদনও দেয়। বিভিন্ন ধরনের স্কিইং ইভেন্টের প্রতিযোগীতা মূলত আন্তর্জাতিক স্কিইং ফেডারেশন দ্বারা স্বীকৃত। প্রতি বছর নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় স্কিইং বিশ্বকাপ। এবারেও ব্যতিক্রম ছিল না তার। অনুষ্ঠিত হলো স্কি বিস্বকাপ ২০২১-২২ মৌসুম। প্রতি মৌসুমের মতো এবারেও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্কি বিশ্বকাপ ২১-২২ মৌসুম। শীতাকালীন স্কিইং এর এবারের পুরুষ স্কিই বিজয়ী খেলোয়াড় হলেন ক্যানাডিয়ান ফ্রিস্টাইল স্কিয়ার ব্রেডান ম্যাকে। ঘরোয়া টার্ফে এমন অর্জন তার জন্য ছিল বেশ স্মরনীয়। এই ফ্রিস্টাইল স্কিয়ার এফআইএস ফ্রি স্কি হাফপাইপ প্রতিযোগীতায় তৃতীয় রানে ৯৭ স্কোর করেন। উইনস্পোর্ট ভেন্যুতে ঠান্ডা বাতাসের প্রভাবে ম্যাকের কাছে পরাজিত হন অ্যালেক্স ফেরিয়েরা। এদিকে, ফ্রি স্কি বিশ্বকাপের ২১-২২ মৌসুমের উইমেন্স হাফপাইপ প্রতিযোগীতায় বিজয়ীর শিরোপা অর্জন করেন ইলিন জিইউ। পরপর দুবার শিরোপা জয়ী এই নারী স্কিয়ার তার তৃতীয় রানে সর্বোচ্চ স্কোর করেন ৯৬ দশমিক ৮০। ইভেন্টে সিলভার ও ব্রোঞ্জ জয়ী স্কিয়াররা হলেন আমেরিকান খেলোয়াড় হ্যানা ফউলহ্যাবার, ক্যানাডিয়ান র্যাচাল ক্যারকার। বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতায় আয়োজিত এমন স্কিইং ইভেন্ট উপভোগ করেন শীতপ্রধান দেশের নাগরিকরা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা