অনলাইন ডেস্ক :
সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউডকে বিশ্রাম দিয়ে মাঠে নামার সুযোগ নেয় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের মূল তিন পেসার না থাকলেও স্বাগতিকদের বোলিং আক্রমণের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি শ্রীলঙ্কা। দেড়শর কম লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়লেও গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিসের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়নি টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের। মেলবোর্ন ক্রিকেট মাঠে শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় ৬ উইকেটে। টানা চার জয়ে পাঁচ ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মঞ্চ তৈরি করে রেখেছে অ্যারন ফিঞ্চের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম তিন জুটিতেই ত্রিশের বেশি রান পায় শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারে ৮ উইকেটে ১৩৯। চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েল ও ইংলিসের ৭১ রানের জুটিতে ১১ বল আগেই জিতে যায় অস্ট্রেলিয়া। ২ ছক্কা ও ৩ চারে ২০ বলে ইংলিস ৪০ রান করে ফিরলেও ম্যাক্সওয়েল মাঠ ছাড়েন দলের জয় সঙ্গে নিয়ে। ৩৯ বলে ৩ চারে ৪৮ রানে অপরাজিত থাকা এই অলরাউন্ডারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা