November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:45 pm

পাকিস্তান সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

২৪ বছর পর পাকিস্তানে খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাদা বলের স্কোয়াডে নেই দুই তারকা ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। থাকছেন না পেসার মিচেল স্টার্ক, জশ হ্যজেলউড ও স্পিনার নাথান লায়নও। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তারকা ক্রিকেটারদের বিশ্রামে রেখে তরুণ ক্রিকেটারদের একটু পরীক্ষা করে দেখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। যে কারণে বেশ কয়েকজন তারকাকে বাইরে রেখে তরুণদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে তারা। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল থাকবেন না এই সিরিজে। তার কারণ অবশ্য বিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে মাথায় আঘাত পাওয়া স্টিভ স্মিথকে পাকিস্তান সিরিজে রাখা হয়েছে। গত আগস্ট থেকে সীমিত ওভারের ম্যাচে না খেলা অ্যালেক্স ক্যারিও দলে জায়গা করে নিয়েছেন। আগামী মাসের ২৯ তারিখ রাওয়ালপি-িতে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস ল্যাবুশানে, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।