অনলাইন ডেস্ক :
‘রবিন উথাপ্পা আইপিএলের যোগ্য নন’- ভারতীয় ক্রিকেটে একটা সময় এমন ধারণা বেশ শক্ত হয়ে গিয়েছিল। সেই উথাপ্পাকেই এবারের নিলাম থেকে দুই কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দল পেয়ে বেশ আনন্দিত উথাপ্পা অবশ্য আইপিএলের নিলাম নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। নিলামে ওঠানো হলে নিজেকে নাকি তার গরুর মতো মনে হয়! ‘নিউজ নাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে উথাপ্পা বলেছেন, ‘নিলামের সময় মনে হয়, কোনো পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে, যে পরীক্ষা আপনি অনেক আগে দিয়েছেন। এ পরিস্থিতিতে নিজেকে গরু গরু মনে হয়। এটা মোটেও সুখকর নয়। কিন্তু ক্রিকেট খেলাটা এখন এমনই হয়ে গেছে; বিশেষ করে ভারতে। আপনার সব কিছু নিয়েই এখানে মানুষ মতামত প্রকাশ করবে, খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করবে। এখন আপনি কেমন খেলেন, সেটা নিয়ে আপনাকে যাচাই করা এক জিনিস, আর নিলামে কত দিয়ে বিক্রি হলেন, সেটা নিয়ে যাচাই করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ‘উথাপ্পা আরো বলেন, ‘যারা বিক্রি হয় না, আপনি কল্পনাও করতে পারবেন না, তাদের মনে কী ঝড় বয়ে যায়! এটা সুখকর কিছু নয়। তাদের জন্য আমার সমবেদনা, যারা নিলামের আশায় অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে থাকে, কিন্তু শেষমেশ কোনো দল পায় না। হঠাৎ ক্রিকেটার হিসেবে আপনার মূল্য নির্ধারিত হচ্ছে কেউ আপনার জন্য কত খরচ করতে রাজি, সেটার ওপর। এটা খুবই অগোছাল একটা ব্যাপার। এ পাগলামির কোনো নিয়ম নেই। ১৫ বছর ধরে মানুষ আইপিএলের নিলাম কীভাবে হয় না হয়, সেটা বুঝতে চেয়েছে। কিন্তু আমার মনে হয় না, তারা কিছু জানে। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা