অনলাইন ডেস্ক :
গত বছরের মতো এবারও টি-২০ বিশ্বকাপে মাতবে ক্রিকেট বিশ্ব। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের আসর। ১৬ দলের মধ্যে ১২ দল আগেই নিশ্চিত ছিল। বাকি চার দল আসবে বাছাইপর্ব থেকে। অবশ্য এরইমধ্যে দুটি দল নিশ্চিতও হয়ে গেছে। আইসিসি গ্লোবাল কোয়ালিফায়ার-১-এর ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ওমানের আল আমিরাত মাঠে কোয়ালিফায়ার-এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ৬৮ রানে হারিয়েছে আমিরাত। অন্য সেমিফাইনালে গত বিশ্বকাপ খেলা ওমানকে ৫৬ রানে হারায় আয়ারল্যান্ড। এদিকে, টুর্নামেন্টের বাকি দুই দল উঠে আসবে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় গ্লোবাল কোয়ালিফায়ার-বি থেকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা