November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 24th, 2022, 6:58 pm

মেঘনায় বাঁশের জাগ উচ্ছেদ, পুলিশের ওপর হামলা

চাঁদপুরে মেঘনা নদীতে দেশীয় মাছের প্রজনন রক্ষা ও নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে অধর্শতাধিক বাঁশের জাগ উচ্ছেদ করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সদরের নদী তীরবর্তী ইউনিয়নগুলোর প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়।

এদিকে, নৌ পুলিশের অভিযানকালে সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলেরা নৌ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জাগ উচ্ছেদকাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ মাছের জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা ও মাছের অবাদ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যততত্র জাগ দেয়ায় নৌযান চলাচলেও হুমকিতে পড়ছে।’

তিনি বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযানে গেলে বিক্ষুব্ধ জেলেরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠি-সোটা ছুঁরে মারে। এসময় দুই শ্রমিক আহত হন।’

ওসি মো. মুজাহিদ ইসলাম বলেন, পর্যায়ক্রমে নদীতীর থেকে সকল মাছের ও বাঁশের জাগ উচ্ছেদ করা হবে।

—ইউএনবি