অনলাইন ডেস্ক :
রুশ হামলার মধ্যে ইউক্রেনের এক হাজারের বেশি নাগরিক ট্রেনে পোল্যান্ডের শহর প্রজেমিসল পৌঁছেছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) শহর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বিবিসি। ইউক্রেন থেকে আসা লোকদের জন্য কোয়ারেন্টিন বা কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট উপস্থাপনের প্রয়োজনীয়তা মওকুফ করেছে পোল্যান্ড। হোটেলগুলো বুক থাকায় অনেককেই রেল স্টেশনে রাত পার করতে হয়েছে। পোল্যান্ড সীমান্ত অতিক্রমকারী ইউক্রেনের নাগরিকরা যেন খাবার, চিকিৎসা সহায়তা ও তথ্য পায় সে জন্য নয়টি অভ্যর্থনা পয়েন্ট স্থাপন করা হয়েছে। পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানায়, ইউক্রেন থেকে আসা নাগরিকদের নেওয়ার জন্য মেদিকা সীমান্তে স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর থেকে ভয়াবহ সংঘাত চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু