অনলাইন ডেস্ক :
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের নাগরিকদের ঘুম ভেঙেছে নতুন এক বাস্তবতাকে সামনে রেখে। গত এক বছর ধরে সীমান্ত লক্ষাধিক সৈন্য সমাবেশের পর এদিন ইউক্রেনে পূর্ণ আক্রমণ চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ হামলার খবরে ইউক্রেনের নাগরিকদের স্বাভাবিক জীবন আকস্মিক বদলে গেছে। আগামী ৬ মে বিয়ের দিন ঠিক করে রেখেছিলেন ২১ বছর বয়সী ইয়ারিনা আরিয়েভা এবং তার সঙ্গী সভিয়াতোস্লাভ ফুরসিন। তবে গত বৃহস্পতিবার রুশ হামলার পর তারা নিশ্চিত নন, আদৌ ওই দিনটি পর্যন্ত তারা বেঁচে থাকবেন কি না। কেননা, দুজনেরই লক্ষ্য রণক্ষেত্রে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ। ফলে যুদ্ধের প্রথম দিন গত বৃহস্পতিবারই তড়িঘড়ি করে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন তারা। এদিন বাইরে যখন রুশ সেনারা গোলাবারুদ ছুড়ছে, শহর জুড়ে বাজছে যুদ্ধকালীন সাইরেন ঠিক তখন সেইন্ট মাইকেলস ক্যাথেড্রালে বিয়ে সম্পন্ন করেন এ যুগল। বিবিসির খবর। উপস্থিত সাংবাদিকদের তারা জানান, এ অবস্থায় ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে চান তারা। তাই বিয়ে শেষে চার্চ থেকে বেরিয়ে স্থানীয় নিরাপত্তা কেন্দ্রের দিকে রওয়ানা দেন তারা। সেখানে অন্যান্য স্বেচ্ছাসেবী সেনাদের সঙ্গে মিলে দেশ রক্ষার কাজে নিজেদের নিয়োজিত করেন এই নবদম্পতি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু