অনলাইন ডেস্ক :
আইসিসি নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারাল ভারত। ম্যাচটিতে ভারত প্রথমে হেরে গিয়েছিল। গুগল ও আইসিসি ওয়েবসাইটে সেটা দেখাচ্ছিল। যা নিয়ে তৈরি হয় জটিলতা। পরে অফিশিয়াল স্কোরার অরুণ কুমার টুইট করেন স্কোরকার্ড। তাতে দেখা যায় ভারত দুই রানে জিতেছে। এরপরই আইসিসি স্কোর আপডেট করে দেয়। ম্যাচের স্কোরকার্ডে প্রথমে দেখাচ্ছিল দক্ষিণ আফ্রিকা শেষ বলে ভারতকে হারিয়ে দিয়েছে। পরে দেখা যায় ২৪৫ তাড়া করে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। স্কোরকার্ড নিয়ে এই জটিলতার মধ্যে স্কোরার অরুণ কুমার টুইট করে লেখেন, ‘আইসিসি নারী বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে আমি প্রথমবার স্কোরার হতে পেরে আনন্দিত।’ সঙ্গে তিনি নিজের একটি ছবি ও অফিশিয়াল স্কোরকার্ডের ছবি পোস্ট করেন। পরে আইসিসির ওয়েবসাইটে ভুল সংশোধন করা হয়। ম্যাচে প্রথমে ব্যাট করে হরমনপ্রীতের সেঞ্চুরির ওপর ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান করে। হরমনপ্রীত ১১৪ বলে ১০৩ রান করেন। ভারতের হয়ে তানিয়া ভাটিয়া ৭৮ বলে ৫৮ রান করেন। অধিনায়ক মিতালী রাজ ০ রানে আউট হন। স্মৃতি মন্ধনা রিটায়ের্ড হার্ট হন। পরে ব্যাট করতে নেমে ১৩ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট ফেলে। তবে পরে ধারাবাহিক উইকেট হারালেও রানের গতি বজায় রাখেন প্রোটিয়া ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন অধিনায়ক সুনে লুস। তাঁকে যোগ্য সহায়তা দেন মারিজান কাপ। তিনি করেন ৪০ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন রাজেশ্বরী গায়েকওয়াড়। একটি করে উইকেট পান মেঘনা সিং, স্নেহ রানা ও পুনম যাদব। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য প্রয়োজন ছিল ৯ রান। ওভারে দুই উইকেট তুলে মাত্র ৬ রান দিয়ে শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জেতান রাজেশ্বরী।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা