অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে দেশটি থেকে প্রতিবেশী অন্যান্য দেশে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের হাইকমিশনার টুইটারে বলেছেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেন ত্যাগ করা নাগরিকের সংখ্যা অনবরত পরিবর্তিত হচ্ছে। এ বিষয়ে রবিবারের পরবর্তী ভাগে আরেকটি হালনাগাদ তথ্য দেয়া হবে।
শনিবার সংস্থাটির অনুমান ছিল কমপক্ষে দেড় লাখ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়াসহ অন্যান্য দেশে পালিয়ে গেছেন।
পোল্যান্ড সরকার শনিবার জানায়, গত ৪৮ ঘণ্টায় এক লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়েছেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২