নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার (২ রা মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। দুই দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেগুলো হলো- ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব আসনে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা। এছাড়াও অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধা তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হয়। অথচ চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি।
যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীরা জানান, ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করেছি। এরপরও কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অথচ অনেক শিক্ষার্থী সাত কলেজে অপেক্ষমাণ থাকায় অন্য কোথাও ভর্তি হননি। সাইফ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি হলো ফাঁকা আসনে ভর্তি নিয়ে দ্রুত ভর্তির সুযোগ দেওয়া। আমরা এর আগেও আবোদন জানিয়েছি। এতে কাজ না হওয়ায় আজ নীলক্ষেত অবরোধ করেছি। এসময় ‘উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট’, ‘মানি না, মানবো না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। অবরোধের কারণে নীলক্ষেত এলাকয় যানচলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম