অনলাইন ডেস্ক :
পাঁচ মিনিটের মধ্যে দারুণ দুটি সুযোগ নষ্টের পর প্রথমার্ধেই এগিয়ে গেল লিভারপুল। পাল্টা আক্রমণে চাপ বাড়াল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তবে ব্যবধান ঘোচাতে পারেনি তারা। প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে গত শনিবার লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। জয়সূচক গোলটি করেন সাদিও মানে। আসরে প্রথম দেখায় গত নভেম্বরে ওয়েস্ট হ্যামের মাঠে ৩-২ গোলে হেরেছিল লিভারপুল। এবারের লিগে সেটাই ছিল তাদের প্রথম পরাজয়। খুব কষ্টে এবার সেই ক্ষতে প্রলেপ দিল ক্লপের শিষ্যরা। আগের মতোই শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ৩ পয়েন্ট পেছনে রইলো লিভারপুল। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৬৬। ম্যাচ শুরুর প্রথম মিনিট পেরোতেই অতর্কিত আক্রমণে দারুণ সুযোগ পেয়ে যান সালাহ। কিন্তু ওয়ান-অন-ওয়ানে তার শট পা বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক। দুই মিনিট পর ডি-বক্সে আরেকটি ভালো সুযোগ পেয়েও ভারসাম্য হারিয়ে নষ্ট করেন মিশরের এই স্ট্রাইকার। চতুর্দশ মিনিটে লিভারপুল শিবিরে ভীতি ছড়ায় মিখাইল আন্তোনিও। ইংলিশ উইঙ্গারের জোরাল শট দুই হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান আলিসন। দারুণ গোছালো আক্রমণে ২৭তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের ছয় গজ বক্সে বাড়ানো বল ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের টোকায় গোলটি করেন মানে। ৩৭তম মিনিটে লিভারপুলের লুইস দিয়াসের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইনে প্রতিহত হয়। দুই মিনিট পর বড় বাঁচা বেঁচে যায় তারা। পাবলো ফোরনালস ওয়ান-অন-ওয়ানে আগুয়ান আলিসনের ওপর দিয়ে চিপ করলেও গোললাইনে ঠেকিয়ে দেন অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। ফিরতি বলে ফোরনালসের হেড ঠেকান আলিসন, এরপর নিকোলা ভøাসিচের শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। পুরো ম্যাচেই বল দখলে পিছিয়ে থাকা ওয়েস্ট হ্যাম প্রথমার্ধে আক্রমণে ছিল সমানে-সমান। লক্ষ্যে শট নেওয়ার দিক থেকে তারাই বরং এগিয়ে ছিল। কিন্তু বিরতির পর তারা তেমন সুবিধা করতে পারেনি। ৭০তম মিনিটে দলটি এই অর্ধে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। কিন্তু ছয় গজ বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়েও উড়িয়ে মারেন লানসিনি। কষ্টার্জিত এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আত্মবিশ্বাস আরও বাড়ল লিভারপুলের। আগামী মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। প্রথম দেখায় ইটালিয়ান ক্লাবটির মাঠে ২-০ গোলে জিতেছিল সালাহ-মানেরা। দিনের আরেক ম্যাচে বার্নলির মাঠে ৪-০ গোলে জয়ী চেলসি ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। এক ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৪৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তার পরেই ওয়েস্ট হ্যামের পয়েন্ট ৪৫, ২৮ ম্যাচে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা