নিজস্ব প্রতিবেদক, রংপুর:
ক্ষুধা দারিদ্র,শোষন বঞ্চনামুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এবং সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক ও নারী নির্যাতনমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নেয়ার আহবান জানান রংপুরের বীর মুক্তিযোদ্ধারা।
শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ ও সিটি কর্পোরেশন প্রদত্ত সংবর্ধনায় এসব কথা বলেন তারা। রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ,সদরুল আলম দুলু ও প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু। অনুষ্ঠানে রংপুরের ১০ জন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং তাঁদেরকে সিটি মেয়র সংবর্ধিত করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি