November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 6:51 pm

নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের বদরুদ্দীনের ছেলে হেলাল উদ্দিন (৬০) ও একই উপজেলার আকবরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে কাউছার আলী ৪০ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ হেলাল উদ্দিন ও আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুন পালিয়ে যায়।

ওসি জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানকি মূল্য ২০ কোটি টাকা। এ ব্যাপারে ধামইরহাট থানায় আটককৃত এবং পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

—ইউএনবি