October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 7:43 pm

নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডের হার

অনলাইন ডেস্ক :

নারী ওয়ানডে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের ডানেডিনে বুধবার ৭ রানে জয় পেয়েছে ক্যারিবীয় মেয়েরা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার ইংলিশদের হারাতে পারল ক্যারিবীয়রা। ক্যারিবীয়দের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানে থেমেছে ইংলিশরা। রান তাড়া করতে মাত্র ৯৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ইংলিশ মেয়েরা। এরপর দলের হাল ধরেন ডেমি ওয়াট ও সোফিয়া ডাঙ্কলে। তবে দলীয় ১৫৪ রানে দুজনই ফিরে গেলে বড় হারের হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। সেখান থেকে নয় নম্বর ব্যাটার একলেস্টন আর দশ নম্বরের কেট ক্রসের দারুণ লড়াইয়ে ফের জয়ের স্বপ্ন দেখতে থাকে ইংলিশরা। শেষ ৩ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৯ রান। হাতে ছিল ২ উইকেট। সেখান থেকে তারা ম্যাচটি হেরেছে ৭ রানে। একলেস্টন অপরাজিত থাকেন ৩৩ রানে। এ ছাড়া ট্যামি বেমন্ট ৪৬, সোফিয়া ডাঙ্কলে ৩৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ওয়াটের ব্যাট থেকে আসে ৩৩ রান। এর আগে, ৫০ ওভারে ৬ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে ক্যারিবীয় নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন শেমাইন ক্যাম্পবেল। এ ছাড়া দিয়েন্দ্রো ডটিন ৩১ ও হেইলে ম্যাথিউজ ৪৫ রান করেন। চেদান নেশান অপরাজিত থাকেন ৪৯ রানে। ম্যাচসেরা হয়েছেন ক্যাম্পবেল।