অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে করোনা মহামারী অনেকটাই কমে এসেছে। এর পেছনে বিজ্ঞানী-ডাক্তার-নার্সদের যেমন অবদান, তেমনি অবদান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের; যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। তাদেরই একজন সদ্য প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই মহাতারকা করোনাকালে নিজের কারখানায় মদ বানানো বন্ধ করে স্যানিটাইজার উৎপাদন করেন এবং তা পৌঁছে দেন করোনা হাসপাতালগুলোতে। ওয়ার্নের সেই মদের কারখানার নাম ছিল ‘সেভেন জিরো এইট জিন’। নিজের ৭০৮ টেস্ট উইকেটের সঙ্গে মিলিয়েই তিনি কম্পানির নাম রেখেছিলেন। ২০২০ সালের শুরুতে সারাবিশ্বে করোনাভাইরাস যখন ভয়াবহ রূপ ধারণ করেছিল, তখনই ওয়ার্ন নিজের ফ্যাক্টরিতে স্যানিটাইজার উৎপাদনের ঘোষণা দেন। ১৭ মার্চ ২০২০ থেকে তার কারখানায় মদের বদলে ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে তৈরি হচ্ছিল হ্যান্ড স্যানিটাইজার। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়া স্পিন কিংবদন্তি ওই সময় বলেছিলেন, ‘বর্তমান সময়টা আমাদের জন্য খুবই কঠিন। এই সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে, মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যে যেভাবে পারি সাহায্য করা উচিত আমাদের। আমার খুব খুশি লাগছে যে এই কাজটা (মদের বদলে স্যানিটাইজার তৈরি) সেভেন জিরো এইট করতে পেরেছে। অন্যদেরও অনুরোধ করছি সম্ভব হলে এমন কিছু করার। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা