অনলাইন ডেস্ক :
করোনাভাইরাস থেকে বাঁচতে এখন পর্যন্ত একমাত্র উপায় টিকা গ্রহণ। কিন্তু টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ সেই টিকা গ্রহণ করতে নারাজ! এ কারণে কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে বন্দি হয়েছিলেন এই সার্বিয়ান তারকা। অনেক দেশই তাকে প্রবেশের অনুমতি দিচ্ছে না। টিকা না নেওয়ার সিদ্ধান্তে অনড় জোকোভিচ দুটি টুর্নামেন্ট থেকে নামই প্রত্যাহার করে নিয়েছেন! ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন জোকোভিচ। এর মধ্যে ইন্ডিয়ান ওয়েলসের সূচিতে তার নাম ছিল। কিন্তু শেষ মুহূর্তে আয়োজক বা সে দেশের সরকার নিয়ম বদলাতে রাজি হয়নি। অন্তত আমেরিকায় ঢুকতে গেলে টিকা নিতেই হবে। ফলে জোকোভিচের কাছে না খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। উল্লেখ্য, বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে জোকোভিচ বিপদে পড়েছিলেন। মেলবোর্নে পৌঁছলেও তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রণালয় তাকে বন্দি করে রাখে। দুই বার আদালতে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে মামলায় হেরে যান তিনি। শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি এবং দেশে ফিরে গিয়েছিলেন। এভাবে একের পর এক টুর্নামেন্ট না খেলায় র্যাংকিংয়ের দুই নম্বরে নেমে গেছেন জোকোভিচ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা