অনলাইন ডেস্ক :
অনেক নাটকীয়তা শেষে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরেনর ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ‘ছুটি’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ছাড়াই আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ১৮ মার্চ থেকে শুরু ওয়ানডে সিরিজ। সাকিবের না থাকা মানেই বাংলাদেশ দলের গেমপ্ল্যান সম্পূর্ণ পাল্টে যাবে। একজন বাড়তি বোলার খেলাতে হবে। তাই আফ্রিকা সফরে সাকিবকে অনেক মিস করবেন তাসকিন আহমেদ। তরুণ এই পেসার বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, ‘অনেক মিস করব। সাকিব ভাই তো সব সময় একটা বড় ব্যাপার। উনি থাকলে যেকোনো দলের জন্য ভালো হয়। কিন্তু যদি না খেলে থাকেন, তাহলে আমরা অনেক মিস করব। তাকে ছাড়া এই সফর চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখানে টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জিতেছি।’ তাসকিন আরও বলেন, ‘যেহেতু কঠিন কিছু ম্যাচ জিতেছি, এসব আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমার বিশ্বাস, যদি সেরা খেলাটা খেলতে পারি, তাহলে দক্ষিণ আফ্রিকাতেও জেতা সম্ভব। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় দারুণ স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার, ব্যাটসম্যান- সবার জন্যই ভালো করার সুযোগ থাকে। চ্যালেঞ্জও বেশি। কারণ, সমান বাউন্স থাকে। ভালো জায়গায় বোলিং না করলেন রান হওয়ারও সম্ভাবনা থাকে। সুবিধাও আছে, পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা