বাংলাদেশের ‘সার্বিক উন্নয়ন’ নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়া বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জোরদার করতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক ৭ মার্চ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারতীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব জোরদার করা এবং কোভিড-১৯ মহামারিসহ সংকটের সময়ে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য তারেক ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২