অনলাইন ডেস্ক :
সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। ওয়ানডেতে তার রান সাত হাজারেরও বেশি। তবু, মাঝেমধ্যে সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকদের প্রশ্নের মুখে পড়তে হয় ওয়ানডে অধিনায়ককে। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে প্রায় একইভাবে ফজল হক ফারুকির বলে আউট হয়েছেন তামিম। এর পরই তার টেকনিক নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। সেটি নিয়ে এবার আপত্তি তুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। এ সময় তাকে প্রশ্ন করা হয়, নেতৃত্বের চাপ কী তামিমের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে? জবাবে মাশরাফি বলেন, ‘ক্রিকেট খেলা মানেই তো চাপ। চাইলেও আপনি মাথা থেকে এটা সরাতে পারবেন না। যারা নিউজ করেন, আপনাদেরও একটা চাপ থাকে। সাড়ে ৭ হাজার রান করার পর আমার কাছে মনে হয় না; ওকে (তামিম) নিয়েও কথা বলার একটা সীমা থাকা উচিত।’ তামিমের টেকনিকের দুর্বলতা নিয়ে যেসব কথা হচ্ছে, সে বিষয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘বিশ্বের এমন কোনো ব্যাটার নেই, যার কোনো দুর্বলতা নেই। প্রত্যেকেরই দুর্বলতা থাকে। ও (তামিম) তো সাড়ে ৭ হাজার রান করেছে এই টেকনিকে খেলেই। আর যদি কোনো সমস্যা থাকে, ও জানে কীভাবে ঠিক করতে হবে। আমি নিশ্চিত। দেখা গেলো ঠিক করার পর সে অন্য বলেও আউট হতে পারে।’ তাই মাশরাফি বলেছেন, তামিমের মতো ব্যাটারদের নিয়ে যেন প্রশ্ন না তোলা হয়। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা থাকার ওপরই বেশি জোর দিচ্ছেন তিনি। নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘পারফর্ম নিয়ে তামিমের মতো খেলোয়াড়কে নিয়ে এত কথা উঠতে পারে বলে মনে করি না। একজন-দুইজন পারফর্ম না-ই করতে পারে। দলের জয় বেশি গুরুত্বপূর্ণ। সাকিব-তামিমদের নিয়ে এত চিন্তার কিছু নেই। মানসিকভাবে ভালো থাকাটাই বেশি জরুরি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা