November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 9:08 pm

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিহতদের একজনের নাম জয়নাল (৫০)। এছাড়া ১০ বছর বয়সী এক শিশু, ১৮ বছর বয়সী এক তরুণী ও ২৭ বছর বয়সী এক নারীর পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস এই কর্মকর্তা জানান, তারা তিনজনের লাশ উদ্ধার করেছেন এবং স্থানীয়রা জয়নালের লাশ উদ্ধার করে।
তিনি বলেন, প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
এদিকে এ দুর্ঘটনার তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম সচিব ড. আ ন ম বজলুর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

—ইউএনবি