অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে থাইল্যান্ড। করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নেয়া থাকলে দেশটিতে প্রবেশের আগে লাগবে না কোনো করোনা টেস্ট। যাত্রীদের থাকতে হবে না কোয়ারেন্টাইনেও। আগামী ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে থাইল্যান্ড। এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) এ কথা জানায় দেশটি। থাইল্যান্ড জানায়, বাংলাদেশি যাত্রীদের থাইল্যান্ড যাওয়ার আগে কোনো আগাম করোনা টেস্ট করতে হবে না। তবে থাইল্যান্ড পৌঁছে তাদের বিমানবন্দরে একবার আরটি-পিসিআর টেস্ট করতে হবে। এ ছাড়া ভ্রমণের ৫ম দিনে যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে থাইল্যান্ডে থাকতে হবে। এছাড়া আগে থাইল্যান্ডগামী যাত্রীদের ৫০ হাজার ডলার কাভারেজসহ হেলথ ইনস্যুরেন্সের প্রয়োজন হতো। এ কাভারেজের পরিমাণ কমিয়ে ১০ হাজার ডলারে আনা হয়েছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু