ফেনীর দাগনভূঁঞায় রবিবার রাতে সড়ক ডিভাইডারের কাজের সময় ট্রাকচাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
তারা হলেন, দাগনভূঁঞার বারাহীগুনী মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে আজমীর (২৮) ও কুমিল্লার মিয়ার বাজার রামচন্দ্রপুর এলাকার সাদেক আলীর ছেলে আবুল খায়ের (৩৫)।
দাগনভূঁঞার থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসান ইমাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন। এ সময় দাগনভূঁঞা থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ডিভাইডারের ওপর উঠে ওই দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ দুটো উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি