April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 30th, 2022, 8:19 pm

নিষেধাজ্ঞা তুলে নিতে রাশিয়াকে যে শর্ত দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক :

রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে মস্কোকে শর্ত দেখিয়েছে যুক্তরাজ্য। শুধু ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, প্রতিবেশীদের সঙ্গে নীতিতে পরিবর্তন আনতে হবে রাশিয়াকে। তবেই নিষেধাজ্ঞা তুলে নেবে লন্ডন। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভাকে এ কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রুশ বার্তা সংস্থা তাসের তিনি মন্ত্রীদের বলেছেন, রাশিয়া এখন যে অবস্থানে, তা পরিবর্তনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মস্কোর ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে। আর ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা শুরুর দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গত রোববার টেলিগ্রাফকে বলেন, সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার করা হলে তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। তিনি এও বলেন, শুধু যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নয়, এর সঙ্গে রাশিয়াকে এ প্রতিশ্রুতিও দিতে হবে, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালাবে না তারা। রাশিয়ার পণ্য, সেবা, সম্পত্তি, ব্যাংক রিজার্ভ, লেনদেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্বে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইউক্রেন কখনোই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না।