অনলাইন ডেস্ক :
শারীরিক অসুস্থতার কারণে আগেভাগে বাধ্য হয়েছেন অবসরের সিদ্ধান্ত নিতে। তবে ফুটবলের প্রতি ভালোবাসায় আবারও মাঠে নামার স্বপ্ন দেখছেন সের্হিও আগুয়েরো। পেশাদার ফুটবলে না হলেও খেলতে চান বিনোদন বা চ্যারিটিমূলক ম্যাচে। গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। ক্লাসিকোয় গোল করে দুর্দান্ত কিছুর আভাসও দেন তিনি। কিন্তু এরপরই বাঁধ সাধে প্রকৃতি। আক্রান্ত হন হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে। চিকিৎসকদের পরামর্শে এবং কোনো উপায় না দেখে গত ডিসেম্বরে ৩৩ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টেনে দেন আগুয়েরো। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে ৪০০ টিরও বেশি গোল করেছেন তিনি। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে বুধবারের আলাপচারিতায় আগুয়েরো বলেন, মনের খোরাক মেটাতে খেলতে চান ফুটবল। “গত মঙ্গলবার হঠাৎ করেই আমার মনে হলো, আমি আবারও ফুটবল খেলতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ বা ছয় মাস মাঠের বাইরে থাকার কথা বলেছিলেন, কিন্তু আমি এখনই আবার অনুশীলন করতে চাই।” “আমি মনের ভালোলাগার জন্য খেলতে চাই। আমাকে মায়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি।”
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা