অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কার কলম্বোতে আগামী (৮ থেকে ১০ এপ্রিল) হওয়ার কথা ছিল আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দুই অ্যাথলেটের। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান নানামুখী সংকটের কারণে আপাতত এই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামান রুনার। কিন্তু সেখানে অর্থনৈতিক সংকটে সাধারণ জনগণ রাজপথে নেমে আসায় সৃষ্টি হয়েছে অচলাবস্থার। যেখানে দৈনন্দিন জীবন-যাত্রা অব্যাহত রাখাই হুমকিতে পড়ে গেছে, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া শ্রীলঙ্কার পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুবলেছেন, ‘কাল রাতে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। আমাদেরকে তা জানিয়েও দেওয়া হয়েছে। সবকিছু-ই ঠিক ছিল। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান সংকটের কারণে আপাতত টুর্নামেন্টটি হচ্ছে না। সেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও অংশ নেওয়ার কথা ছিল।’ সুমাইয়া সেখানে ১০০ মিটার ও নুসরাতের ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। স্থগিতের খবর এই প্রতিবেদকের কাছে প্রথম শুনে কিছুটা হতাশ বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া, ‘শ্রীলঙ্কায় যেতে পারলে ভালো অভিজ্ঞতা হতে পারতো। এখন কী আর করার আছে। আমরা তো সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা