November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 5th, 2022, 8:30 pm

‘বুচার চেয়েও মারিউপোলের পরিস্থিতি খারাপ’

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের বন্দরনগী মারিউপোল শহরের পরিস্থিতি বুচা এলাকার চেয়েও খারাপ। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে গত সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দিমিত্রো কুলেবা। সেখানে তিনি বলেন, ‘কিয়েভে ইউক্রেন জিতেছে, কিন্তু যুদ্ধ এখনও চলছে।’দিমিত্রো কুলেবা বলেন, তার দেশ এখন পূর্ব ইউক্রেনে নতুন করে রাশিয়ার বড় ধরনের হামলার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুশ বাহিনী দোনেস্ক ও লুহানস্কের আরও এলাকা দখলের চেষ্টা চালাবে। অবরুদ্ধ মারিউপোল শহরেরও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে তারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুচাতে আমরা যে ভয়াবহতা দেখেছি তা এখন পর্যন্ত ইউক্রেনের ভূখ-ে রাশিয়ান বাহিনীর সংঘটিত অপরাধযজ্ঞের একটি দৃশ্যমান চিত্র মাত্র।