অনলাইন ডেস্ক :
আগামী ১৩ মে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও এগুয়েরোর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি মূর্তি উন্মুক্ত করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ১০ বছর আগে এই আর্জেন্টাইন তারকার গোলেই সিটি ৪৪ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করেছিল। সেই দিনটিকে আরো স্মরণীয় করে রাখার প্রয়াসে এগুয়েরোর ঐ গোলের ১০ম বর্ষপূর্তী উপলক্ষে মূর্তি উন্মোচন করা হবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। ২০১১-১২ মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করেছিলে সিটি। এর মধ্যে ম্যাচের শেষ দুটি গোলই হয়েছিল স্টপেজ টাইমে। সিটির প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে জয়সূচক গোলটি করেছিলেন এগুয়েরো। সিটির হয়ে প্রায় এক দশকের সম্পর্কে এগুয়েরো ৩৯০ ম্যাচে ক্লাব রেকর্ড ২৬০ গোল করেছেন। এই সময়ের মধ্যে তিনি সিটিকে চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও ছয়টি লিগ কাপের শিরোপা উপহার দিয়েছেন। গত মৌসুমে তিনি সিটি ছেড়ে ফ্রি-ট্রান্সফার সুবিধায় বার্সেলোনায় যোগ দেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হবার পর গত ডিসেম্বরে ফুটবল থেকে অবসরের ঘোষনা দেন ৩৩ বছর বয়সী এগুয়েরো। এর আগে এগুয়েরোর সাবেক দুই সতীর্থ ডেভিড সিলভা ও ভিনসেন্ট কোম্পানীর মূর্তীও গত বছর আগস্টে উন্মোচন করেছিল সিটি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা