অনলাইন ডেস্ক :
ব্রিটিশ বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নিসাকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। দন্ড পাওয়া আলবেনিয়ান বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কচি সেলামাজকে অন্তত ৩৬ বছর কারাগারে থাকতে হবে। শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর বিকালে সাউথইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায়। তিনি লুইশাম রাশিগ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অচেতন হওয়ার আগ পর্যন্ত ২৮ বছরের সাবিনার মাথায় আঘাত করা হয়। পরে তাকে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যার পর কাপড়ের কিছু অংশ খুলে মরদেহ বেঁধে ফেলা হয়। হত্যায় দ-িত কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নারীদের প্রতি বিদ্বেষ তৈরি হওয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর লন্ডনে যান কোচি। সেখানেই সাবিনা নিসাকে খুন করে। হত্যাকা-ের কয়েক দিন পর কোচি সালমাজকে পূর্ব সাসেক্সের ইস্টবুর্ন থেকে গ্রেফতার করা হয়। গত ফেব্রুয়ারিতে হত্যার দায় স্বীকার করে কোচি। গতকাল শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানানোয় তার অনুপস্থিতিতেই রায় দেন বিচারক। বিচারক সুইনি এই হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়েছেন। একে যৌন উদ্দেশ্যপ্রণোদিত হামলা উল্লেখ করে বিচারক বলেন, সাবিনা নেসা ‘সম্পূর্ণ নিরাপরাধ একজন মানুষ। তিনি একটি ভয়ংকর হত্যাকা-ের শিকার হয়েছেন, যার জন্য সম্পূর্ণভাবে আসামি দায়ী’।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২