অনলাইন ডেস্ক :
পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ। প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাবে ৫ উইকেটে ১৩৯ রানে দিন শেষ করেছে টাইগাররা। ওপেনার তামিম ইকবাল এক বছর পর টেস্ট খেলতে নেমে দারুণ শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি। সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলছেন তামিম আউট হয়েছেন মানসিক দুর্বলতার কারণে। তবে দ্রুতই এই সমস্যা সমধান নিয়ে কাজ করবেন তারা। জেমি সিডন্স বলেন ‘তামিমের ইনিংসটি তার জন্য ন্যাচারাল ছিল। সে টেস্ট কিংবা ওয়ানডে যাই হোক না কেন শুরুর দিকে আক্রমণাত্মক ছিল। এরপর সে খেলাটায় নিজেকে মানিয়ে নিল। আজকে সে ফাস্ট বোলারদের বিপক্ষে কেবল প্যাডের বলগুলো খেলেছে এবং স্পিনারদের বিপক্ষে স্থির হয়েছে।’ ‘আমার মনে হয় তামিম চার মেরে ফিফটি পূর্ণ করতে চেয়েছে। সে ভুলে গিয়েছে পুরো ইনিংসে সে কীভাবে খেলেছে। সে দারুণভাবে সোজা ব্যাটে খেলছিল, প্যাডকে আড়াআড়িভাবে সামনে আনেনি।’ ‘আমি মনে করি তার একাগ্রতা, বোলারদের বিপক্ষে লড়ে যাওয়া দুর্দান্ত ছিল। এটা আমাদে ড্রেসিং রুমে স্বস্তি দিচ্ছিলো। ৪৭ রানের ইনিংসটি সে বেশ সাবলীলভাবে খেলেছে। এটা দারুণ ব্যাপার হতো যদি সে টেনে নিতে পারতো খেলাটা।’ তামিমের বিদায়ের পরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৩ রানের ব্যবধানে শান্ত (৩৩) ফিরেছেন অনেকটা একই ঘরানার বলে একই শট খেলতে গিয়ে। হারাতে হয়ে অধিনায়ক মুমিনুল হক (৬) ও লিটন দাসের উইকেটও (১১)। তামিম-শান্তর আউট নিয়ে ইতোমধ্যে তাদের সাথে আলাপও সেরেছেন সিডন্স। সামনের পায়ে খেলার যে তরিকা তিনি শিখিয়েছেন সেটি এখনো রপ্ত হয়নি। তবে খুব দ্রুতই এ নিয়ে কাজ করে উন্নতি ঘটাতে চান এই অস্ট্রেলিয়ান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা