অনলাইন ডেস্ক :
বেশি দিন হয়নি নিউজিল্যান্ড সফর করে গেছে নেদারল্যান্ডস। ইউরোপে ফেরার পর দুঃসংবাদ শুনতে হয়েছে ডাচদের। তাদের হেড কোচ রায়ান ক্যাম্পবেল রোববার হার্ট অ্যাটাকের পর এখন কোমায় রয়েছেন। সাবেক অজি ক্রিকেটার লন্ডনের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। ক্যাম্পবেল মাটিতে লুটিয়ে পড়ার আগে সন্তানদের নিয়ে মাঠে সময় অতিবাহিত করছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় তার বুকে ব্যথা ও শ্বাস কষ্টও হচ্ছিল। মঙ্গলবার (১৯ এপ্রিল) জানা গেছে, তিনি এই মুহূর্তে কৃত্রিম কোমায় রয়েছেন। অবশ্য চিকিৎসকদের অধীনে থাকার সময় নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করেছেন বলেও জানা গেছে। ২০০২ সালে অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকার সময়ে দলে সুযোগ পান এই উইকেটকিপার ব্যাটার। সেই যে দুটি ওয়ানডে খেলেছেন, এরপর আর সুযোগ হয়নি। তার পর ৫০ বছর বয়সী নেদারল্যান্ডসের কোচিংয়ের দায়িত্ব পান ২০১৭ সালের এপ্রিলে। অবশ্য অস্ট্রেলিয়ার পর ক্যাম্পবেল আন্তর্জাতিক ক্রিকেটে হংকংয়ের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। অংশ নেন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই সময় সবচেয়ে বেশি বয়সে (৪৪ বছর ৩০ দিন) অভিষেক করা ক্রিকেটার ছিলেন তিনি!
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা