অনলাইন ডেস্ক :
জাতীয় দল কিংবা আইপিএল কোথাও রান পাচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। একসময় যার ব্যাটে রানের ফোয়ারা ছুটত, সেই কোহলির সেঞ্চুরিখরার সেঞ্চুরিও হয়ে গেছে। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত ছন্দে থাকলেও তেমন রান পাচ্ছেন না কোহলি। সাত ম্যাচ খেলে করেছেন মোটে ১১৯ রান। এদিকে, কোহলির সঙ্গে দীর্ঘদিন কাজ করা ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর মতে, কোহলির মাথা কাজ করছে না। তাকে ক্রিকেট থেকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নইলে আখেরে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হবে বলে দাবি করেছেন শাস্ত্রী। কোহলি প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘কোচ হিসেবে দলের ক্রিকেটারদের ভালো-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনো ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয়, তাহলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত। কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না।’ করোনা পরিস্থিতির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে থেকে টানা খেলার কারণে কোহলির এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘বায়ো-বাবলে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই চাট্টিখানি কাজ নয়। এখনো জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এ পরিস্থিতিতে খেলতে থাকলে ওর খেলা আরও খারাপ হবে।’ এদিকে, ব্যাটিংয়ে নজর দিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব অর্পণ করেছেন ফাফ ডু প্লেসির কাছে। অধিনায়কত্বের চাপ না থাকলেও ব্যাট হাতে আগের কোহলিকে ঠিক দেখা যাচ্ছে না। এদিকে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খারাপ খেললে কোহলিকেও বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার ভারতের বিরাট কোহলি। অথচ না আন্তর্জাতিক না ফ্র্যাঞ্চাইজি, কোথাও ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারছেন না এই ব্যাটার। অধিনায়কত্বকে তার পারফরম্যান্সের পথে চাপ মনে করে সরে দাঁড়ান ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে। এরপর বোর্ড তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়। কিন্তু তারপরও তাকে ছন্দে ফিরতে দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে। এদিকে আইপিএলে বরাবর ধারাবাহিক পারফরম্যান্স করা কোহলিও অনুজ্জ্বল চলতি আসরেও। অথচ ব্যাটিংকে অগ্রাধিকার দিতে আসর শুরুর আগে ফাফকে অধিনায়ক ঘোষণা করে দীর্ঘ সময় পর ছাড়েন বেঙ্গালুরুর দায়িত্ব। তবে তাতেও হাসছে না তার ব্যাট। শোয়েব বলেন, ‘আইপিএল আসলে পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ-ই ছাড় পায় না। এমনকি বিরাট কোহলিও নয়। ও যদি ভালো না খেলে ,তাহলে ওকেও বাদ পড়তে হতে পারে। কোহলির মাথায় হয়তো ১০ হাজার চিন্তা রয়েছে। ব্যক্তি হিসেবে ও ভালো। ক্রিকেটার হিসেবে গ্রেট। তবে আমি মনে করি, ওর এখন শুধু একটি বিষয়ে ফোকাস করা উচিত এবং সেটা ওর ব্যাটিং।’ তিনিও আরও যোগ করেন, ‘কোহলির উচিত নিজেকে অর্ডিনারি ব্যাটার ভাবতে শেখা। অর্থাৎ, ব্যাট হাতে নাও এবং খেলে যাও। মানুষ ইতোমধ্যে কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে এবং এটা খুবই ভয়ংকর ব্যাপার।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা