অনলাইন ডেস্ক :
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওই অঞ্চলের পুলিশ কমিশনার পিয়েরে বেলামি সামেদি জানান, বিমানটি দক্ষিণ উপকূলীয় শহর জ্যাকমেলের দিকে যাচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সোডার বোতলবহনকারী একটি ট্রাকের ওপর বিধ্বস্ত হয়।
তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।
সামেদি বলেন, পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তার অবস্থার সম্পর্কে কিছু জানা যায়নি। বিমানটিতে মোট পাঁচ জন আরোহী ছিলেন।
হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটিকে সেসনা ২০৭ বলে শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইটে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২