November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 9:15 pm

আবারও বড় ধরনের সংঘাতে জড়াল ইসরায়েল-ফিলিস্তিন

অনলাইন ডেস্ক :

গত বছরের ১১ দিনের যুদ্ধের পর আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি বিদ্রোহীরা বৃহস্পতিবার (২১ এপ্রিল) গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে রকেট ছোড়ে। এর জবাবে ইসরায়েল আকাশপথে হামলা চালায়। এর আগে গত বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট পড়ে। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে ফ্রান্স২৪ জানিয়েছে, ইসরায়েল এর জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে প্লেন-হামলা চালায়। পালটা পদক্ষেপে ফিলিস্তিনি বিদ্রোহীরা অন্তত চারটি রকেট ছোড়ে বলে জানা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেটের ইঞ্জিন তৈরির কাঁচামালের মজুদ থাকা একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা শাসনকারী ইসলামপন্থি হামাস বলছে, তারা ইসরায়েলি উড়োজাহাজ লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুড়েছে। এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার উৎসবের কারণে উত্তেজনা আরও তীব্র রূপ ধারণ করেছে। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরায়েলে ফিলিস্তিন ও ইসরায়েলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এদিকে, গত ২২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উসকানিমূলক কর্মকা- বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।