November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 22nd, 2022, 8:27 pm

বন্ধুত্বপূর্ণ চিঠি বিনিময় কোরীয় নেতাদের

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে চিঠি বিনিময় করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই চিঠিতে তিনি সম্পর্ক উন্নয়নে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনা সত্ত্বেও শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ চিঠি বিনিময়ের খবর জানিয়েছে। ২০১৯ সালে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন ব্যর্থ হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত সম্পর্কের অবনতি ঘটে। এ ছাড়া ২০১৭ সাল থেকে বন্ধ রাখার পর গত মাসে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর কোরীয় উপত্যকায় উত্তেজনা বৃদ্ধি পায়। এরপরই চিঠি বিনিময়ের ঘটনা সামনে এসেছে। গত বুধবার চিঠি পাঠান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এই চিঠিতে তিনি ‘কঠিন পরিস্থিতি’ সত্ত্বেও ২০১৮ সালে সম্মত হওয়া এক যৌথ ঘোষণার ভিত্তিতে পুনরেকত্রীকরণের ভিত্তি স্থাপনের চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে কেসিএনএ। মুন জায়ে-ইনের কার্যালয় থেকেও কিমের সঙ্গে ‘বন্ধুত্বের চিটি’ বিনিময়ের কথা জানানো হয়েছে। চিঠিতে মুন জায়ে-ইন বলেন, ‘সংঘাতের যুগের’ অবসান আলোচনায় হওয়া উচিত। এ ছাড়া আন্তঃকোরীয় সম্পৃক্ততা এগিয়ে নেওয়া এখন নতুন প্রশাসনের কাজ বলেও জানিয়েছেন মুনের মুখপাত্র পার্ক কিয়ুং। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যকার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করেন মুন। চিঠির জবাবে বৃহস্পতিবার কিম জং উন বলেছেন, তাদের ‘ঐতিহাসিক’ সম্মেলন মানুষকে ‘ভবিষ্যতের আশা যুগিয়েছিল’। আর এই আশা নিয়ে নিরলস উদ্যমে উভয় পক্ষ কাজ চালিয়ে গেলে সম্পর্ক উন্নত হবে বলেও উল্লেখ করেন কিম। সূত্র: রয়টার্স