অনলাইন ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দিন ছিলো বৃহস্পতিবার (২৮ এপ্রিল) । আগেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রূপগঞ্জ। শেখ জামালের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে রূপগঞ্জ পৌঁছে গেছে ২৫ দশমিক ২ ওভারেই। রকিবুল হাসান ৪০ ও নাঈম ইসলাম ২৩ রানে অপরাজিত থাকেন। তিনে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। এর আগে, টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে পেসার আল-আমিন হোসেনের পেসে কাবু হয় শেখ জামাল, গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। ৮ দশমিক ৪ ওভার বোলিং করে মাত্র ৩১ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন আল-আমিন। এ ছাড়া ২ উইকেট পান ভারতীয় রিক্রুট চিরাগ জানি। সাকিব আল হাসানের শিকার এক উইকেট। শেখ জামালের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৫০ রান করেন। ২৫ রান করেন মুশফিকুর রহিম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৫ রান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা