November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 3rd, 2022, 7:32 pm

মহামারি শেষে উৎসবমুখর ঈদ

ছবি: মঈন আহমেদ

রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর উদযাপন করছে দেশবাসী।

মহামারি করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার ঢাকাসহ সারাদেশে স্থায়ী ও অস্থায়ী ময়দানে ঈদের জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে বেশ কয়েকজন রাজনীতিবিদদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রতিবারের ন্যায় এবার ও রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জমঈতে আহলে হাদীসের প্রধান ঈদুল
ফিতরের জামাত সকাল ৭ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় উক্ত জমাআতে ইমামতি করেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ
মােহাম্মদ মােস্তফা সালাফি।

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এ জেড এম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র মীর নাছির, মহানগর জাতীয় পার্টির চেয়ারম্যান সোলায়মান আলম ঈদের নামাজ আদায় করেন।

বরিশালে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন-উল-আহসান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটে ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এক লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাত পরিচালনা করেন পীর মাওলানা রশিদুর রহমান ফারুক।

জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী অংশ নেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বাগেরহাট, ষাট গম্বুজ মসজিদে (শাট গম্বুজ মসজিদ) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অন্যান্যদের মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে জেলার প্রধান ঈদের জামাত সকাল ৮টায় ভাওয়াল রাজবাড়ীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা কামরুল ইসলাম নোমানী। জামায়াতে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় আজ সকালে জেলার বিভিন্ন ঈদগাহে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। জেলার প্রধান ঈদ জামাত সকাল ৮টায় শহরের জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় জেলার প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এই সময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুসহ অন্যরা মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।

—ইউএনবি