November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 7th, 2021, 8:20 pm

গারদখানায় গাদাগাদি: স্বাস্থ্যবিধি মানতে বললেন হাইকোর্ট

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে ‘কঠোর লকডাউন’ চলছে দেশে। বুধবার রাজধানীর কমার্স কলেজ রোডে বের হওয়া মানুষকে থামিয়ে কারণ জানতে চাইছেন সেনা সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক :

চলমান লকডাউনে (বিধিনিষেধ) রাজধানীর ৩৩টি থানা থেকে গ্রেপ্তারদের একযোগে নেয়া হচ্ছে আদালতের গারদখানায়। সেখানে গ্রেপ্তার করা আসামিদের হাজিরার জন্য গাদাগাদি করে রাখা হচ্ছে। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। বিষয়টি নজরে নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট। আটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, আপনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলুন। কীভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গ্রেপ্তারদের হাজিরা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। গারদখানায় আসামির সংখ্যা বাড়ার বিষয়টি নজরে আনার পরে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বিশেষ ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন। আদালতে আসাদ উদ্দিন বলেন, লকডাউনে বিভিন্ন অভিযোগে রাজধানীর ৩৩টি থানা থেকে গ্রেপ্তার করে সবাইকে একযোগে আদালতের কয়েদখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোর্ট কাস্টডিতে একজনের সঙ্গে একজন লেগে, একজনের নিশ্বাসের সঙ্গে আরেকজনের নিশ্বাস মিশে একাকার হচ্ছে। একইভাবে তাদের রিসিভি করার জন্য, দেখার জন্য গারদখানার সামনে ভিড় করছেন তাদের আত্মীয়-স্বজন। যে অবস্থা সেখানে দেখা গেছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি আপনার কাছে প্রার্থনা করতে চাই, যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্ব স্ব থানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রডিউস করা যায় কি-না। এরপর আদালত এসব কথা বলেন।