অনলাইন ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগে বুধবার (১৮ মে) জয়লাভ করেছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে। প্রথমে ব্যাটিং পাওয়া ইন্দিরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ৩২ ওভারেই ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। বিজয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন উইকেট রক্ষক ফারজানা আক্তার লিসা। ইলা মল্লিক করেন ২৯ রান। এরপর অপরাজিত থেকে বাকী ২০ রান সংগ্রহের মাধ্যমে রাসেলের বিজয় নিশ্চিত করেন অধিনায়ক শোভানা মুস্তারি। এর আগে প্রিয়াঙ্কা মালিক, ইসমত জাহান ইমু এবং ইয়ামিম রূপা একটি করে উইকেট শিকারের মাধ্যমে ইন্দিরা রোডকে কম রানে বেঁধে রাখতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান তুলেছেন ওপেনার হালিমাতুল সাদিয়া। অধিনায়ক নুসরাত জাহান করেন ২৯ রান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা