অনলাইন ডেস্ক :
এএফসি কাপে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে। আজ শনিবার ‘ডি’ গ্রুপে তারা মুখোমুখি হবে ফেভারিট এটিকে মোহনবাগানের। এই ম্যাচ জিততে পারলে চূড়ান্ত পর্বের জন্য অনেকটা এগিয়ে যাবে ঘরোয়া ফুটবলের লিগ চ্যাম্পিয়নরা। তাই কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে বিকাল ৫টার ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রত্যয় তারিক-রবিনিয়োদের। অবশ্য ম্যাচটা হতে যাচ্ছে এটিকে মোহনবাগানের ঘরের মাঠে। নিজেদের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনও থাকবে সেখানে। তবে প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসির ৪-২ গোলে হেরে যাওয়ায় প্রীতম কোটালরা কিছুটা ব্যাক ফুটে। তাও আবার ঘরের মাঠে। তাই এই ম্যাচে যথেষ্ট চাপ সামলে খেলার লক্ষ্য বসুন্ধরার। দলটির স্প্যানিশ কোচ ব্রুজনবলেছেন, ‘কোনও প্রতিপক্ষকেই আমাদের চেয়ে শক্তিশালী বিবেচনা করি না এবং এটা আমাদের মানসিক প্রস্তুতির অংশ। কাল আমাদের প্রতিপক্ষের ডু অর ডাই ম্যাচ। তারা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। মাঠে দর্শকও থাকবে তাদের অনুকূলে। আমরা সেই চাপ সামলে তিন পয়েন্টের জন্য মাঠে নামবো। তাহলে চূড়ান্ত পর্বের কাছাকাছি পৌঁছে যাবো।’ মোহনবাগানের রয়েছে শক্তিশালী আক্রমণভাগ। লিস্টন কোলাসো-ডেভিড উইলিয়ামসরা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ব্রুজন অবশ্য ততটা চিন্তিত নন, আস্থা রাখছেন নিজ দলের ওপর, ‘আমাদের দল তিন মৌসুমে কম গোল হজম করেছে। আর এএফসি কাপে আগের ৫ ম্যাচে মাত্র ২ গোল হজম করেছে। আমাদের দল আক্রমণ নির্ভর হওয়ায় আশা করছি ভালো করতে পারবো।’ বসুন্ধরার জন্য বাড়তি পাওনা আক্রমণ ভাগের খেলোয়াড় নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। গতবার মালেতে ১০ জন নিয়ে ১-১ গোলে ড্র করেছিল বসুন্ধরা। এবার অবশ্য তিন পয়েন্টের জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্লাব।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা