অনলাইন ডেস্ক :
কোরিয়ার কাছে বড় হারে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় ওমানকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ হকি দল। লাল-সবুজের হয়ে গোল করেছেন আশরাফুল ইসলাম ও রাকিবুল। ওমানকে সমতায় ফিরিয়েছিলেন রাশাদ আল ফাজারি। পুল ‘বি’র প্রথম ম্যাচে কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানের হারের দুঃস্বপ্ন ভুলে যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোনোর আগেই মাঠে নামে বাংলাদেশ। যেখানে দিতে হলো কঠিন পরীক্ষা। এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেও জাকার্তায় দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় গোবিনাথানের দল। প্রথম কোয়ার্টারে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওমান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ম্যাচে সমতা টানে ওমান। ১৭ মিনিটে রাশাদ আল ফাজারির ফিল্ড গোল জমিয়ে তুলে ম্যাচ। এরপর হাড্ডাহাড্ডি লড়াই চলে খেলায়। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাকিবুলের গোল জয় নিশ্চিত করে বাংলাদেশের। চতুর্থ কোয়ার্টারে কেউই পারেনি গোলের মুখ খুলতে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পুল ‘বি’র তৃতীয় অবস্থানে থাকল বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা