অনলাইন ডেস্ক :
দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের প্রথম ঘণ্টাটা ছিল বাংলাদেশের। দুটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলা গিয়েছিল। কিন্তু চতুর্থ উইকেট পড়ার পর লড়াই চললো অ্যাঞ্জেলো ম্যাথুজ-ধনাঞ্জয়া ডি সিলভার। শেষ দিকে ১০২ রানের এই জুটি ভাঙলেও বাংলাদেশের সঙ্গে প্রথম ইনিংসের ব্যবধানটাকে কমিয়ে আনতে অবদান রেখেছেন এই দুজন। তাতে লঙ্কানদের লড়াইয়ে শেষ হলো তৃতীয় দিন। ৯৭ ওভার শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। শ্রীলঙ্কা পিছিয়ে আর ৮৩ রানে। ২ উইকেটে ১৪৩ রান নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় দিন শুরু করেছিল। পিছিয়ে থেকে ব্যাট করতে নামলে দিমুথ করুনারতেœ এবাদতের প্রথম বলে সিঙ্গেল নেন। পরের বলেই রাজিথার অফস্টাম্প উপড়ে দ্বিতীয় উইকেটের দেখা পান এবাদত। ১২ বল খেলা রাজিথা কোনও রান না করেই সাজঘরে ফিরেছেন। তার পর ম্যাথুজ-করুনারতেœ মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণ। এ সময় পেসাররা বেশ কয়েক বার পরাস্ত করেন তাদের। কিন্তু কাক্সিক্ষত সাফল্য মিলছিল না। ৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা করুনারতেœ শতরানের কাছেও পৌঁছে যাচ্ছিলেন। ৮০ রান করা ব্যাটারকে বেশি দূর যেতে দেননি সাকিব আল হাসান। ৫৬তম ওভারের শেষ বলে করুনারতেœকে দারুণ ডেলিভারিতে বোল্ড করেছেন। সাকিবের ঘূর্ণি বুঝতেই পারেননি তিনি। ড্রাইভ করতে গেলে বল ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। ১৫৫ বল খেলা করুনারতেœ শেষ পর্যন্ত ফেরেন ৮০ রানে। জীবন পাওয়া এই ইনিংসটিতে ছিল ৯টি চারের মার। লাঞ্চ বিরতির আগে প্রথম সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। দুটি উইকেটের বিনিময়ে লঙ্কানরা যোগ করেছে ৬৭ রান। করুনারতেœর প্রতিরোধ ভাঙায় কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে উদ্ধার করেছে মূলত ম্যাথুজ-ধনাঞ্জয়া জুটি। প্রথম সেশন থেকে অ্যাঞ্জেলো ম্যাথুজ প্রান্ত আগলে খেলেছেন। ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গী করে জুটি গড়েন পঞ্চম উইকেটে। বৃষ্টিতে দ্বিতীয় সেশন ভেসে যাওয়ার পর তৃতীয় সেশনেও দাপট দেখাতে থাকেন তারা। মেরামত করেন ইনিংস। অবশ্য বৃষ্টি বিরতির পর তৃতীয় সেশন শুরু-ই হয়েছে বিলম্বে। খেলা বিকাল ৪টায় শুরু হলেও দুজনের ফিফটি তুলে নেওয়ার পথে বাধা হতে পারেনি বাংলাদেশ। তবে দিনের শেষভাগে এসে পঞ্চম উইকেট জুটিটি ভেঙেছেন সাকিব আল হাসান। ধনাঞ্জয়া ডি সিলভা দশম ফিফটি তোলার পথে রান যোগ করছিলেন দ্রুত। ৮৭.৫ ওভারে এসে এই ধনাঞ্জয়া গ্লাভসবন্দি হয়েছেন ৫৮ রানে। অবশ্য শুরুতে সাকিব এই আউট নিয়ে নিশ্চিত ছিলেন না। পরে লিটনের সমর্থনে রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লেগে গ্লাভসে জমা পড়েছে। ৯৫ বলের ইনিংসে ধনাঞ্জয়া মারেন ৯টি চার। সকাল থেকে খেলা ম্যাথুজ অবশ্য প্রান্ত আগলে আছেন এখনও। ৩৮তম ফিফটি তুলে ৫৮ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন দিনেশ চান্ডিমাল। তিনিও শেষ বিকালে প্রতিরোধ গড়ে তৃতীয় দিনটা শেষ করেছেন। চান্ডিমাল ব্যাট করছেন ১০ রানে। দারুণ বল করা সাকিব সব মিলে ৫৯ রানে ৩ উইকেট নিয়েছেন। পেসার এবাদত ৭৮ রানে নিয়েছেন ২টি।
সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে: ৯৭ ওভারে ২৮২/৫ (করুনারতেœ ৮০, ম্যাথুজ ৫৮*, ধনাঞ্জয়া ৫৮, ওশাডা ৫৭; এবাদত ২/৭৮, সাকিব ৩/৫৯)
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা