November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 26th, 2022, 8:11 pm

বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ

অনলাইন ডেস্ক :

প্রথম কোয়ার্টারে দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল। কিন্তু পরে ছন্দ হারিয়ে একের পর এক গোল খেয়ে বড় ব্যবধানেই হারল মালয়েশিয়ার কাছে। ফলে এশিয়া কাপের সেমি-ফাইনালে খেলার আশা গুঁড়িয়ে গেল এবারও। ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে বৃহস্পতিবার মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছে বাংলাদেশ। এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছে তারা। গোবিনাথান ইমানের দল এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। এ ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি এখনও। প্রথম কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোকে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণও করেন রহিম রেজাই। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় বাংলাদেশ। কিন্তু এ কোয়ার্টারেই আরও দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। তৃতীয় কোয়ার্টারে দুটি এবং চতুর্থ কোয়ার্টারে আরও দুটি গোল খেয়ে শেষ পর্যন্ত বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার চীনের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।