অনলাইন ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আট জন। শনিবার দেশটির রাজধানী মোগাদিশুতে পুলিশ কমিশনার ফারহান মোহাম্মদকে লক্ষ করে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি সড়কের ব্যস্ত সংযোগস্থলে এই ঘটনা ঘটে। পুলিশ কমিশনারের গাড়ি বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ সময় তিনি গাড়ির ভিতরেই ছিলেন। তবে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন তিনি। এদিকে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগাদিশু মদিনা হাসপাতালের ডা. মোহাম্মদ নূর জানান, তার হাসপাতালে নেয়া রোগী ও মৃতদেহ হিসেব করে এই সংখ্যাটি জানানো হয়েছে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত, এই সংখ্যাটি আরো বাড়তে পারে। কারণ ভুক্তভোগীদের অন্যান্য হাসপাতালেও নেয়া হয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২