November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 11th, 2021, 2:03 pm

করোনা ও উপসর্গে ৩৩ জেলায় ১৭১ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হযে ও উপসর্গ নিয়ে খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের ৩৩ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার অন্যতম হটস্পট খুলনা বিভাগেই মারা গেছেন ৬০ জন।

কতুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনায় ১৪ জন, কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে ৭ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, মাগুরায় ৪ জন, ঝিনাইদহে ৩ জন এবং বাগেরহাটের ২ জন রয়েছেন।

এদিকে, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে মারা গেছে ২১ জন। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৮ জন, নওগাঁর ২ এবং পাবনার একজন রয়েছেন।

মৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী জেলায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ।