অনলাইন ডেস্ক:
ভারত পেরিয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট এখন ছড়িয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে বেড়েছে করোনার সংক্রমণ।
তবে এসব দেশে যে গতিতে করোনার সংক্রমণ বাড়ছে সে হারে বাড়েনি টিকাদান কর্মসূচি। এশিয়ায় টিকা কার্যক্রমে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া। করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে টিকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।
গত বছরের শেষের দিকে ভারতে প্রথম শনাক্ত হয়েছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। ভাইরাসটি ভারতজুড়ে ছড়াতে খুব বেশি সময় নেয়নি। ডেল্টার ধাক্কায় ভেঙে পড়ে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। ভারতে করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল হলেও ডেল্টা এখন ছড়িয়েছে এশিয়ার অন্যদেশগুলোতে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২