April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:12 pm

বাংলাদেশে আসছেন না ইংলিশ কোচ

অনলাইন ডেস্ক :

গত ১৫ মে শুরু হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। ২৭ ক্রিকেটার নিয়ে কক্সবাজারে চলছে ফিটনেস ক্যাম্প। ২ জুন সিলেটে যাবে এইচপি দল। চলতি মাসের শেষ দিকে এইচপিতে যোগ দেওয়ার কথা ছিল হেড কোচ টবি র্যাডফোর্ডের। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি করে বাংলাদেশে আসছেন না এই ইংলিশ কোচ। জানা গেছে, তার অন্যাঘ্য আবদার, প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। টবি র্যাডফোর্ডের চাওয়া ছিল তার পুরো পারিশ্রমিক অগ্রিম ডলারে তার অ্যাকাউন্টে পাঠাতে। পুরোটা পেলেই তিনি আসবেন। নয়তো আসবেন না। কিন্তু বিসিবির নিয়মটা এমন নয়। অন্য বিদেশি কোচদের মতোই বিসিবি তাকে পারিশ্রমিক দিতে চায়। কারণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম রয়েছে, সেটি মানতে হয় বিসিবিকে। ডলার এবং টাকা দুইভাবেই বিদেশি কোচদের পারিশ্রমিক পরিশোধ করে থাকে বিসিবি। এইচপির ম্যানেজার জামাল বাবু সোমবার (২৯ মে) বলেছেন, ‘টবি এখনো আসেনি। ও যেভাবে পারিশ্রমিক চাইছে, এভাবে তো হয় না। আমাদের নিয়ম আছে, সবার জন্য এক নিয়ম। বাকি বিদেশি কোচদের মতোই তার পারিশ্রমিক নিতে হবে। টবি না আসলে চম্পকা রমানায়েকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে ক্যাম্প চালিয়ে যাবে।’ কক্সবাজারের পর সিলেটে ২ থেকে ৬ জুলাই স্কিল অনুশীলন করবেন এইচপির ক্রিকেটাররা। পরে চট্টগ্রামে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে এইচপি স্কোয়াড।